শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় কৃষিতে গুরুত্ব দিয়ে বড় নদী পুনঃখননের কাজ শুরু

উল্লাপাড়ায় কৃষিতে গুরুত্ব দিয়ে বড় নদী পুনঃখননের কাজ শুরু

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি ব্যবস্থায় গুরুত্ব দিয়ে বড় নদী পুনঃখননের কাজ আজ ৭ মার্চ সোমবার শুরু হয়েছে ৷ বিএডিসি উল্লাপাড়া জোন এর আওতায় উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের ত্রিমোহনী ব্রীজ এলাকা থেকে আগদিঘল গ্রাম ব্রীজ পর্যন্ত ৬ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ প্রায় ভরাট হয়ে যাওয়া নদীটি পুনঃখননে ব্যয় বরাদ্দ প্রায় এক কোটি পচিশ লাখ টাকা বলে জানা গেছে ৷

আজ সোমবার দুপুরে আগদিঘল ব্রীজ এলাকায় নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয় ৷ এতে উপস্থিত ছিলেন বিএডিসি ( সেচ বিভাগ) সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মাজুদ আলম , বিএডিসি উল্লাপাড়া জোনের সহকারী প্রকৌশলী জাহিদ হাসান , বড় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর লিটন , উধুনিয়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু প্রমুখ ৷ বড় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর লিটন বলেন নদীটির পুনঃখননে এলাকার কৃষিতে সব কিছুতেই উপকার হবে ৷ উধুনিয়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু বলেন নদীটির পুনঃখননে কৃষির পাশাপাশি দেশীয় মাছের অভয়াশ্রম হবে ৷

বিএডিসি উল্লাপাড়া জোনের সহকারী প্রকৌশলী জাহিদ হাসান বলেন প্রায় ভরাট হয়ে যাওয়া নদীটির এ অংশ পুনঃখননে এলাকার বিভিন্ন মাঠের বন্যার পানি দ্রুত নিস্কাশনে আগাম করে সরিষা ফসলসহ বিভিন্ন ফসলের আবাদ করা যাবে৷ এছাড়া আবাদী মাঠে জলাবদ্ধতা হবে না ৷ আর নদীর দুপাড়ের ফসলী জমিতে দরকার হলে পানি সেচ দেওয়া যাবে ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments