শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকবরস্থানে বসবাস ভূমিহীন ৩ পরিবারের

কবরস্থানে বসবাস ভূমিহীন ৩ পরিবারের

বাংলাদেশ প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ পৌর এলাকার ক্ষুদ্র বাসুরিয়া গ্রামের একটি কবরস্থানে এক বছর ধরে বসবাস করছে ভূমিহীন তিনটি পরিবার। টিন আর পলিথিনের কাগজ দিয়ে কোনোভাবে মাথা গোঁজে আছেন তারা।

বুধবার (৯ মার্চ) সকালে সরেজমিন দেখা যায়, হযরত আলী, সোবাহান শেখ ও হাসিনুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে সেখানে বসবাস করছেন।

এ পরিবারগুলোর সদস্যরা বলেন, ‘আমাদের জায়গা-জমি না থাকায় নিরুপায় হয়ে ডর-ভয় সবকিছু ছেড়ে কেন্দ্রীয় কবরস্থানে ঝুপড়িঘর তৈরি করে মানবেতর জীবনযাপন করে আসছি। টিন আর পলিথিনের কাগজ দিয়ে কোনোরকম মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছি।’

হযরত আলীর ছেলে মাদরাসাছাত্র সোহাগ (১২) বলে, ‘মানুষ মরে গেলে তাকে রাখা হয় কবরস্থানে আর আমরা বেঁচে থেকেও কবরস্থানে পোকামাকড় আর শিয়াল-কুকুরের আতংক নিয়ে বসবাস করছি। আমাদের ঘরে নেই বিদ্যুৎ, নেই পান করার মতো নিরাপদ পানির ব্যবস্থা। অন্যের বাড়ি থেকে পানি এনে খেতে হয় আমাদের।’

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলের সাথে যোগাযোগ করা হলে বুধবার দুপুরে তিনি বলেন, ‘আমি আজই ওই কবরস্থান পরিদর্শনে যাব। পরিবারগুলোর বিষয়ে খোঁজ নিয়ে সরকারি সহযোগিতার ব্যাপারে কাজ করা হবে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments