বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলানৈশ বিদ্যালয়ের খাস জমি দখলের অভিযোগ

নৈশ বিদ্যালয়ের খাস জমি দখলের অভিযোগ

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি খাস জমিতে থাকা নৈশ বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে। গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ০৯নং ওয়ার্ডের পিড়াশন নৈশ বিদ্যালয়ের প্রাঙ্গনের জমি দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। এনিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বিদ্যালয় কমিটি। গত সোমবার (০৮ মার্চ) অভিযোগ করে বিদ্যালয় কমিটি।

অভিযোগ ও বিদ্যালয় পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, খয়রাবাদ মৌজার ১৭৮০ নম্বর দাগে বিদ্যালয়টির ২৮ শতক জমি রয়েছে। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত পিড়াশন বিদ্যালয়ের মোট ২৮ শতকের মধ্যে এখন প্রায় ১৬ শতক জমি দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এমনকি নৈশ বিদ্যালয়টির খাস জমি ঘিরে বাধার সৃষ্টি করেছে কয়েকজন ভূমিদস্যু।

জানা যায়, পিড়াশন গ্রামের মৃত নইমুদ্দিন মন্ডলের ছেলে মতিউর রহমান, মৃত ভীখু আলীর ছেলে সায়েদ আলী, মৃত মোহবুল হোসেন কটুর ছেলে আশরাফুল হক, সোহরাব আলীর ছেলে এনামুল হক, মৃত পাঁচু মন্ডলের ছেলে হাবিবুর রহমান ও মজিবুর রহমানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করা হয়েছে। মোট ২৮ শতকের মধ্যে গত ৫০ বছর ধরে ১৩ শতক জমি দখল করে রাখে তারা। কয়েকদিন আগে আরও ৩ শতক জমি দখল করে বেড়া দিয়ে ঘিরে দেয় দখলদাররা। পিড়াশন নৈশ বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম বলেন, জমি দখলের প্রতিবাদ জানায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিদ্যালয় কমিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে উল্টো ক্ষিপ্ত হয়ে তারাই বিভিন্নভাবল হুমকি ও ভয়ভীতি দেখায়। বিদ্যালয়ের জমি দখল করার কারনে পড়াশোনা বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি।

পিড়াশন নৈশ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজাহান আলী জানান, ভূমিদস্যুদের কারনে এখানকার স্থানীয়রা আতঙ্কিত রয়েছে। সকালে ইসলামিক ফাউন্ডেশনের ক্লাস হয়। জমি দখল করে বিদ্যালয়ে বেড়া দিয়ে ঘিরে দেয়ায় চলাচলেও সমস্যা হয়।

এবিষয়ে অভিযুক্ত আশরাফুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় বিষয়ে বিরোধের জের ধরে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগটি করা হয়েছে। এর সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই।

রহনপুর পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক মন্টু নৈশ বিদ্যালয়ের জমি দখলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যালয়ের জমিটি সরকারি খাসভুক্ত। তবে স্থানীয় কিছু কিছু ব্যক্তি তা দখল করে নিয়েছে।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন বলেন, আমি ৪ দিন হলো যোগদান করেছি। এবিষয়ে তেমন কিছুই জানি না। তবে নৈশ বিদ্যালয়ের জমি দখলের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments