মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাঘর পাওয়ার আশ্বাস পেলো কবরস্থানে বসবাস করা সেই ৩ পরিবার

ঘর পাওয়ার আশ্বাস পেলো কবরস্থানে বসবাস করা সেই ৩ পরিবার

বাংলাদেশ প্রতিবেদক: সরকারি ঘর পাওয়ার আশ্বাস পেলো সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ পৌরসভার ক্ষুদ্র বাসুরিয়া কবরস্থানে বসবাস করা ভূমিহীন তিনটি পরিবার।

কোনো উপায়ান্ত না পেয়ে গত এক বছর ধরে তারা সেখানে বসবাস করছেন বলে জানিয়েছেন পরিবার তিনটির লোকজন।

এ নিয়ে বুধবার (৯ মার্চ) আজকের বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয়।

বুধবার সরেজমিন দেখা যায়, রায়গঞ্জ পৌর এলাকার বাসুড়িয়া গ্রামের হযরত আলী, সোবাহান শেখ, হাসিনুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে কবরস্থানে বসবাস করছেন। তারা জানান, ‘আমাদের জায়গা জমি না থাকায় নিরুপায় হয়ে ডর-ভয় সবকিছু ছেড়ে কেন্দ্রীয় কবরস্থানে ঝুপড়িঘর তৈরি করে মানবেতর জীবনযাপন করে আসছি। টিন আর পলিথিনের কাগজ দিয়ে কোনোরকম মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছি।’

বাসিন্দা মালেকা বানু বলেন, ‘আমরা অনেক কষ্টে জীবনযাপন করছি, প্রধানমন্ত্রী যদি থাকার ব্যবস্থা করে দিতেন তাহলে আমাদের কবরে বসবাস করতে হতো না। ছেলেসন্তান নিয়ে একটু সুখে থাকতে পারতাম।’

এ ব্যাপারে রায়গঞ্জ পৌর মেয়র আব্দুলাহ আল-পাঠান বৃহস্পতিবার (১০ মার্চ) বলেন, ‘আমি বিষয়টি শুনেছি, কবরস্থানে বসবাস করা পরিবারগুলো যদি আসলেই ভূমিহীন হয়ে থাকে তাহলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন বলেন, ‘করবস্থানে বসবাস করা পরিবারগুলোর বিষয়ে অবগত হয়েছি এবং অতি তাড়াতাড়ি ওই পরিবারগুলো জন্য ঘরের ব্যবস্থা করা হবে।’

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন, ‘আমি বুধবার বিকেলে ক্ষুদ্র বাসুরিয়া কবরস্থান পরিদর্শন করেছি এবং কবরস্থানে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোর সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব ওই পরিবারগুলোর বাসস্থানের ব্যবস্থা করবো।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments