শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকোন মানুষ গৃহহীন থাকবে না, শ্রমিক সমাবেশে এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি

কোন মানুষ গৃহহীন থাকবে না, শ্রমিক সমাবেশে এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি

প্রদীপ অধিকারী: জয়পুরহাট-১ আসনের সংসদস সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি বলেন, যার জমি আছে, কিন্তুু ঘর নেই, এমন লোকদের সরকারী ভাবে বাসস্থানে ব্যবস্থ্যা করে দিবে আওয়ামীলীগ সরকার।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে। সকলের থাকার ব্যবস্থা করে দিবেন। আজ শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের আয়োজনে বার্ষিক ৬ষ্ঠ সাধারণ সভা ও বনভোজনে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন।

পাঁচবিবি উপজেলা রিক্সা- ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান বাচ্চুর সভাপতিত্বে গোহাটা মুক্ত মঞ্চ চত্ত্বরে সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুলের সঞ্চালনায় তিঁনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে কাজ করেছি, দুই বার পৌর মেয়য়ের দায়িত্ব পালন করেছি, উপজেলা আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছি, আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দু’দু বার জয়পুরহাট-১ আসনের এমপি নির্বাচিত হয়েছি। নিজের জন্য কিছুই করিনি। নিজে বাড়ী পর্যন্ত করতে পারিনি, অথচ অনেকেই রাজনীতি করে বাড়ী গাড়ীসহ অঢেল সম্পদের মালিক বনে গেছেন। তাদের রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী। এসময় বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, জেলা আ’লীগের সহ সভাপতি রাজা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা আওয়ামলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন, কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, এম এ হান্নান রনি প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে ৫ সহ¯্রাধিক শ্রকিদের মাঝে রাফ্রেল ড্রল অনুষ্ঠিত হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments