শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় সড়ক ও জনপদের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কলাপাড়ায় সড়ক ও জনপদের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা সদর ও আলীপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ।

২২ মার্চ মঙ্গলবার দুপুরে শেখ রাসেল সেতুর নিচে এবং দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা।

মহিপুর প্রেসক্লাবের সদস্যরা অভিযোগ করেন যে তারা কোন প্রকার নোটিশ না দিয়ে মহিপুর প্রেসক্লাবের টিনের ঘরটি গুড়িয়ে দিয়েছেন। এসময় ফুটপাতে বসা দুই তরমুজ ব্যবসায়ীর ৫ শতাধিক তরমুজ বুল্ডোজার দিয়ে মাটির সাথে ফিসে দেয়ার অভিযোগ উঠেছে।

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় জানান,সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments