বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে উল্টে গেলো সয়াবিন তেলবাহী ট্রাক

টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে উল্টে গেলো সয়াবিন তেলবাহী ট্রাক

আবুল কালাম আজাদ: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গগামী সয়াবিন তেলবাহী একটি ট্রাক চাকা ফেটে উল্টে গেছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাসে এ দূর্ঘটনাটি ঘটে।এতে কোন হতাহত না হলেও ট্রাকে থাকা সয়াবিন তেল মহাসড়কে পরে যান চলাচল বিঘ্নিত হয়।
ট্রাক চালক আতোয়ার রহমান জানান,চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস নামকস্থানে পৌছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের উপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১টন সয়াবিন তেল ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ (ওসি)ইয়াসির আরাফাত জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটিকে সড়িয়ে নেয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে টুকু অংশে তেল ছড়িয়ে পরেছে সেখানে দ্রুতই বালু দেয়া হচ্ছে। এছাড়াও মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সকল পরিবহনকে আপাতত থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। দূর্ঘটনার কারণে মহাসড়কের কোন যানজট নেই। ট্রাকসহ সয়াবিন তেল উদ্ধার করে ফাড়িতে রাখা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments