বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাআড়িয়াল বিলে সোনালী রঙয়ের মিষ্টি কুমড়ায় কৃষকের মুখে সোনার হাসি

আড়িয়াল বিলে সোনালী রঙয়ের মিষ্টি কুমড়ায় কৃষকের মুখে সোনার হাসি

বাংলাদেশ প্রতিবেদক: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলের মিষ্টি কুমড়া চাষিদের মুখে হাসি ফুটেছে। গতবারের তুলনায় এবার আবাদ কম হলেও ভালো দাম পেয়েছেন তারা।

বর্তমান বাজারে গ্রীষ্মকালীন সবজি এখনো না আসায় চাষিরা কুমড়া আগাম তুলে বিক্রি করেছেন।

কৃষি অফিস সূত্র জানায়, এবার আড়িয়াল বিলে ১৪৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে, যা গত বছর ছিল ১৯০ হেক্টর। বর্তমানে কৃষকরা আড়িয়াল বিলের মিষ্টি কুমড়া কেজিপ্রতি ১৫ থেকে ১৮ টাকায় বিক্রি করছেন। গত বছর কেজিপ্রতি তারা পেয়েছেন ৮ থেকে ১০ টাকা।

শীতে শুকিয়ে যাওয়া এ বিল জুড়ে মিষ্টি কুমড়ার চাষ হয়৷ শ্রীনগরের শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রাম থেকেই আড়িয়াল বিলের শুরু। গাদিঘাট, আলমপুর, শ্রীধরপুর, বাড়ৈখালী গ্রামসহ বিলের বিভিন্ন স্থানে আবাদ হয় মিষ্টি কুমড়া।

আড়িয়াল বিলের কৃষক ও পাইকাররা জানান, তারা প্রতি কেজি কুমড়া পাইকারদের কাছে ১৫ থেকে ১৮ টাকা দরে বিক্রি করেছেন। পাইকাররা হাটে নিয়ে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন কেজিপ্রতি ২০ থেকে ২৪ টাকা দরে। খুচরা বিক্রেতারা তা ক্রেতাদের কাছে বিক্রি করছেন কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায়।

গাদিঘাট গ্রামের কৃষক মো. জালাল উদ্দিন , ‘ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রায় ৩ লাখ টাকার মিষ্টি কুমড়া বিক্রি করেছি। গত বছর একই পরিমাণ কুমড়া চাষ করে অর্ধেক দাম পেয়েছিলাম। করোনার জন্য তখন বিক্রিও কম ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিও হয়েছিল। কিন্তু, এবার ভালো দাম পাচ্ছি।’

কৃষক রহমত উল্লাহ বলেন, ‘আড়িয়াল বিলের বেশিরভাগ কুমড়া যায় ঢাকার কাওরানবাজার ও মিরপুরে। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। এবার ৭০ কেজি ওজনের ৫টি মিষ্টি কুমড়া হয়েছিল। সেগুলো ৫ হাজার থেকে ৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।’

‘একেকটি কুমড়া পরিপক্ব হতে ৩ মাস লাগে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাজারের অন্যান্য কুমড়ার দাম কেজিপ্রতি ১০ টাকা হলে আড়িয়াল বিলের মিষ্টি কুমড়ার দাম হয় ১৫ টাকা।’

কৃষক গিয়াস উদ্দিন বলেন, ‘প্রায় ২ শতক জমিতে কুমড়া চাষ করেছিলাম। ২ হাজার টাকার মতো খরচ করে প্রায় ১০ হাজার টাকার কুমড়া বিক্রি করেছি। অন্যান্য সবজির পাশাপাশি কুমড়া চাষ করেছি। সর্বনিম্ন ১০ কেজি থেকে শুরু করে ১২০ কেজি পর্যন্ত ওজনের হয়েছে কুমড়া।’

তিনি আরও বলেন, ‘মুন্সিগঞ্জের গাদিঘাট এলাকা থেকে ঢাকার কাওরানবাজার পর্যন্ত ৩ হাজার থেকে ৪ হাজার টাকা গাড়ি ভাড়া লাগে। জমি থেকে কুমড়া তোলার জন্য এক শ্রমিককে ৫০০ টাকা দিতে হয়। শ্রমিকদের বেশিরভাগ চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন।’

কৃষক সিরাজ ঢালী বলেন, ‘এ বছর প্রায় ২৮ শতক জমিতে চাষের খরচ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা। মোট এক লাখ টাকার মিষ্টি কুমড়া বিক্রি করেছি। দূর-দূরান্ত থেকে অনেককে এসেও কিনে নিয়ে যান। আড়িয়াল বিলের কুমড়ার সুনাম সারাদেশেই আছে।’

কৃষক মো. ফারুক বলেন, ‘একেকটি গাড়িতে প্রায় ২০০ থেকে ২৫০টি মিষ্টি কুমড়া পরিবহণ করা যায়। জমি থেকে তোলা মিষ্টি কুমড়ার দানা সংগ্রহ করে রাখা হয়। মৌসুম এলে সেগুলো রোপণ করা হবে।’

‘কুমড়া চাষে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না’ বলেও মন্তব্য করেন তিনি।

শ্রীনগর উপজেলা কৃষি অফিসার সান্ত্বনা রাণী বলেন, ‘এবার আড়িয়াল বিলে ৪৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ কম হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদ ও অসময়ে বৃষ্টির কারণে কুমড়ার ক্ষতি হয়েছে। তবে আবাদ কম হলেও ভালো দাম পাচ্ছেন কৃষক। বর্তমান বাজারে গ্রীষ্মকালীন সবজি আসা শুরু হয়নি। তাই কৃষক মিষ্টি কুমড়া আগাম তুলে বাজারে সরবরাহ করছেন।’

তিনি আরও বলেন, ‘গত বছর মিষ্টি কুমড়ার পাশাপাশি অন্যান্য গ্রীষ্মকালীন সবজি বাজারে থাকায় কৃষক দাম কম পান। আড়িয়াল বিলের বড় আকৃতির মিষ্টি কুমড়া দেশের আর কোথাও পাওয়া যায় না। মাটির গুণাগুণ ও প্রাকৃতিক পরিবেশের কারণে আকারেও বড় হয়। অন্যস্থানে বীজ বপণ করেও এই বিলের মতো বড় আকৃতির কুমড়া পাওয়া যায় না।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments