শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাগজারিয়ায় নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় আহত ২০

গজারিয়ায় নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় আহত ২০

লিটন মাহমুদ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশজুড়ে অদক্ষ ড্রাইভার কর্তৃক চালিত ফিটনেসবিহীন ও নিয়ন্ত্রনহীন গজারিয়া হাইওয়ে মিনিবাস গাড়ির ধাক্কায় ২০ জন যাত্রী আহত ।

সোমবার সকাল সাড়ে ৯ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় এঘটনা ঘটেছে। আহত যাত্রী ফয়সাল আহমেদ জানান গাড়ি ভর্তি যাত্রী থাকা সত্ত্বেও গাড়ি মধ্য বাউশিয়া স্ট্যান্ড হতে এলোমেলো চলছিল । গাড়িতে থাকা অনেক যাত্রী ড্রাইভারকে বারবার বলা সত্ত্বেও ড্রাইভার বলছেন আপনারা বসে থাকেন। গাড়ি ঠিকভাবে চলবে আনারপুর স্ট্যান্ড এলাকায় এসে অপর একটি গাড়িতে লাগিয়ে দেয় হাইওয়ে মিনিবাস । এই ঘটনায় গাড়িতে থাকা সকল যাত্রীর হাতে পায়ে ব্যথা পায় । গাড়িতে থাকা অনেক যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে কেটে গিয়ে আহত হয় । আহতরা বিভিন্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান ।

গাড়ির মালিক আলম জানান গাড়ির ড্রাইভার হিসেবে নিয়োজিত ছিলেন জাহিদ ।যে কোন সময় ইঞ্জিনের ত্রুটি হতে পারে, গাড়ির ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে ।কিন্তু গাড়ি সকাল থেকেই গাড়ির ব্রেক ঠিক মতো কাজ করছিলো না বিষয়টি অস্বীকার করেন । ভবেরচর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ শাহজাহান জানান গাড়ির মালিক কে সংবাদ দেওয়া হয়েছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments