বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় কৃষকদের সব স্বপ্ন বোরো ধানের আবাদ ঘিরে

উল্লাপাড়ায় কৃষকদের সব স্বপ্ন বোরো ধানের আবাদ ঘিরে

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকদের সব স্বপ্ন বছরের প্রধান আবাদের বোরো (ইরি) ধান ফসল ঘিরে ৷ আবাদী মাঠগুলোয় বোরো ধান বলতে গেলে সবুজ চাদর মেলে ধরেছে ৷ সব মাঠেই সবুজের সমারোহ। অনেক মাঠে কৃষক বোরো ধান ক্ষেতে নিড়ানী দিয়ে আগাছা পরিস্কার করছেন। আবার কৃষকেরা থোড়মুখী বোরো ধান ফসলের পচন রোধ ও পোকা কবল থেকে রক্ষায় কীটনাশক স্প্রে করছেন ৷

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় , এবারের মৌসুমে উপজেলায় বোরো ধান আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ধরা আছে ৩০ হাজার ২শ ৪০ হেক্টর জমিতে । সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে দশ হেক্টর বেশী ৩০ হাজার ২শ ৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে । চাউল উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫শ ৮০ মেট্রিকটন। কৃষকেরা বেশী হারে ফলনশীল হাইব্রিড জাতের ধানসহ নানা জাতের ধানের আবাদ করেছেন ৷ এর মধ্যে সবচেয়ে বেশী আবাদ হয়েছে ব্রি -২৯ জাতের ধান ৷ এছাড়া ব্রি -২৮ , ব্রি -৮৯ সহ নানা জাতের ধান কৃষকেরা আবাদ করেছেন ৷ গত দিন তিনেক সময়ে উপজেলার মোহনপুর , কয়ড়া , বড়হর , সলঙ্গা , সদর উল্লাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠে দেখা গেছে আগাম করে লাগানো বোরো ধান এখন থোড়মুখী ৷ কোনো কোনো জমির ফসলে দুএকটি করে ছড়া বেরিয়েছে ৷ আগাম করে লাগানো বোরো ধান জমিতে ধানের গাছের পচন রোধ ও পোকার কবল থেকে রক্ষায় কীটনাশক ঔষধ স্প্রে করছেন বলে কৃষকেরা জানান ৷ এদিকে নাবী করে লাগানো বোরো ধান ফসলের জমিতে কৃষকেরা এখন দ্বিতীয় দফায় নিড়ানী দিয়ে আগাছা বাছাই করছেন ৷

সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা মাঠে কৃষক রায়হান আলীর ধান জমিতে শনিবার মধ্য দুপুরে কীটনাশক ঔষধ স্প্রে করতে দেখা গেছে ৷ তিনি কাটারী ভোগ ধানের আবাদ করেছেন৷ জমির ধান এখন থোড়মুখী ৷ কৃষক আঃ করিম মিয়া বলেন, নাবী করে লাগানো ধান জমিতে আগাছা বাছাইে নিড়ানী দিচ্ছেন ৷ এছাড়া দরকার মোতাবেক রাসায়নিক সার ছিটিয়ে দিচ্ছেন ৷ এদিকে মাঠের কাজে গ্রামীণ দিন মজুরদের চাহিদা এখন কিছুটা কম ৷ এতে দিন মজুরদের অনেকেই অন্য কাজে মজুরী বেচতে বিভিন্ন এলাকায় যাচ্ছেন বলে জানা গেছে ৷ নাগরৌহা , ছোটো বাখুয়া গ্রামের জনা বিশেক দিন মজুর গত সপ্তাহ খানেক হলো শহরে গিয়ে দিন হাজিরায় মাটি , বালি কিংবা ইট বহনের কাজ করছেন ৷ এদের কথায় মাঠে ধান কাটা শুরু হলে তারা সে কাজে মজুরী বেচবেন ৷

উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উপজেলায় প্রায় সব মাঠেই বোরো ধানের আবাদ হয়ে থাকে। কৃষকদের কাছে বছরের প্রধান আবাদ হয়েছে এ ধানের আবাদ ৷ কৃষকেরা বোরো ধান ফসলের জমিতে পরিচর্যাসহ কীটনাশক স্প্রে করছেন ৷ সব মাঠেই বোরো ধান গাছের চারা বেশ ভালো দেখা যাচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments