আরিফুর রহমান: মাদারীপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলার সুরেশ্বরীর (রহ.) ভক্ত-অনুসারীরা মাহে রমজানের রোজা রেখেছে।
শনিবার (২ এপ্রিল) সকালে সেহেরি খাওয়ার মধ্য দিয়ে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুকের চর, কালকিনি উপজেলার সিডিখান সহ জেলায় ৪০ টি এলাকার প্রায় ৫০০ টি পরিবার রোজা রেখেছে। তারা চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে রোজা রেখে থাকে।
সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন বলেন, সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে এই জেলায় অন্তত ৩০টি গ্রামের মানুষ রোজা রাখে।