শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারাজাপুরে বিকল্প জীবিকার জন্য ১৫ জেলে পেলেন বকনা বাছুর

রাজাপুরে বিকল্প জীবিকার জন্য ১৫ জেলে পেলেন বকনা বাছুর

রেজাউল ইসলাম পলাশ: ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ঝালকাঠির রাজাপুরে নিবন্ধিত সুফলভোগী মৎস্যজীবীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক জেলেদের হাতে বকনা গরু তুলে দেন অতিথিরা। এ উপলক্ষে আয়োজিত এক সভায় ইউএনও নুসরাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য (ভার্চুয়ালী) রাখেন ঝালকাঠি-১ আসনের সাংসদ আলহাজ্ব বজলুল হক হারুন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সরকারি কর্মকর্তা এস এম আশিকুর রহমান, রিপন কান্তি ঘোষ, ও মোজাম্মেল হক প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫ জন প্রান্তিক নিবন্ধীত জেলের মাঝে ১টি করে গরু বিতরণ করেন। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান আয়োজকরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments