বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাসাংসদ ছোট মনিরের বিরুদ্ধে হত্যার হুমকির প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ

সাংসদ ছোট মনিরের বিরুদ্ধে হত্যার হুমকির প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আসনের সাংসদ ছোট মনির’র বিরুদ্ধে গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে হত্যার হুমকি দেয়ার মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মিনহাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, মো.দুলাল হোসেন চকদার, মোঃ দিদারুল আলম খান মাহবুব, মাসুদুল হক মাসুদ, মোঃ রফিকুল ইসলাম রফিক, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু এমপি ছোট মনিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত উদঘাটন করে অপপ্রচারকারী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে দল থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু অভিযোগ করেন ১০ এপ্রিল আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংসদ সদস্য ছোট মনির তাকে প্রাণনাশের হুমকি দেন। এ ব্যাপারে জেলা প্রশাসকের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments