কামাল সিদ্দিকী: পাবনায় সরকারি বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের নিয়ে যক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত শহরের মিডিয়া সেন্টারে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ও উন্নয়নকর্মি কামাল সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। রিসোর্স পার্সন ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জাহিদ কামাল, পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক বিশিষ্ট কথা সাহিত্যিক আখতার জামান, সহযোগী অধ্যাপক আব্দুর রব, পাবনা কলেজের প্রভাষক জেসমিন আরা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন নাটাবের রাজশাহীস্থ ফিল্ড অফিসার মোঃ রহুল আমিন।

অনুষ্ঠানে পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি মহিলা কলেজ, পাবনা কলেজ, টেবুনিয়া ওয়াছিম পাঠশালা, হাজেরা খাতুন উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় যক্ষা রোগ সনাক্ত, চিকিৎসা ও নিরাময়ে সরকারি বেসরকারি নানা উদ্যোগ, সহায়তাসহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।

আরও পড়ুন  রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
Previous articleব্রিটেনে কনজারভেটিভ পার্টির কাউন্সিলর প্রার্থী মুন্সিগঞ্জের কৃতি সন্তান বাবুল সরকার
Next articleতাহিরপুরে ফসল রক্ষা বাঁধে পাটলাই নদীর পানি ছুঁই ছুঁই, বস্তা দিয়ে আটকানোর চেষ্টা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।