মারুফা মির্জা: সমাজ হিতৈষী কর্মবীর প্রয়াত ডাঃ এম এম আমজাদ হোসেনের গড়া অলাভজনক উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ‘খাজা তাজমহল সেন্টাল লাইব্রেরী’ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে অনন্য আর আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এ লাইব্রেরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ট্রাষ্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ ইউসুফ। এসময় ট্রাষ্টি বোর্ডের সদস্য অধ্যাপক ডাঃ রুবাইয়াত ফারজানা হোসেন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পরে খাজা ইউনুস আলী (রঃ) এর দরবার শরীফের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ আব্দুল আওয়ালের মোনাজাতে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়।

আরও পড়ুন  চান্দিনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
Previous articleনিউ মার্কেটের সংঘর্ষে হেলমেটধারীরা সন্ত্রাসী: ডিবি
Next articleচৌহালীতে ‘মানব মুক্তি’র মাধ্যমে চরের ১১৮ দরিদ্র পেল ঈদ প্যাকেজ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।