মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫
Homeসারাবাংলাউল্লাপাড়ায় নতুন জাতের বঙ্গবন্ধু ১০০ ধানের বাম্পার ফলন

উল্লাপাড়ায় নতুন জাতের বঙ্গবন্ধু ১০০ ধানের বাম্পার ফলন

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বঙ্গবন্ধু ১০০ জাতের বোরো ( ইরি ) ধানের আশার চেয়ে বেশী হারে ফলন মিলেছে ৷ বিঘা প্রতি সাড়ে ২৫ মণ হারে ফলন মিলেছে ৷ নতুন জাতের রোগ প্রতিরোধী এ ধান চারা লাগানো থেকে ৯৮ দিনে কাটা হয়েছে ৷ উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের চক চৌবিলা আবাদী মাঠে কৃষক শফিকুল ইসলাম শফি প্রায় সোয়া তিন বিঘা জমিতে নতুন জাতের বঙ্গবন্ধু ১০০ ধানের আবাদ করেছেন ৷ এছাড়া একই গ্রামের কৃষক রফিকুল ইসলাম ২৫ শতক ও কৃষক আঃ মালেক ১৪ শতক জমিতে এ ধান আবাদ করেছেন ৷

কৃষক শফিকুল ইসলাম শফি জানান গত ২৫ জানুয়ারী প্রথম জমিতে এ ধানের চারা লাগানো হয় ৷ দু’দিনে প্রায় সোয়া তিন বিঘা জমিতে চারা লাগানো হয় ৷ কৃষি অফিস থেকে বিনামূল্যে দেওয়া বঙ্গবন্ধু ১০০ জাতের বীজ ধানে গত বছরের ২০ ডিসেম্বর বীজতলা করেন ৷ জানা গেছে রোগ বালাই প্রতিরোধী এ ধানে কোনো রোগ বালাই দেখা দেয়নি ৷ গত ২ মে কৃষক শফিকুল ইসলাম শফি তার আবাদ করা ৩৮ শতক জমির বঙ্গবন্ধু ১০০ জাতের ধান পাকার পর কেটেছেন ৷ জমিতে চারা লাগানোর পর ৯৮ দিনে এ ধান কাটা হয়েছে ৷ তিনি ধান পুরোপুরি শুকানোর পর ওজন করে হিসাব করেছেন ৩৮ শতকে ২৮ মণ ও ২৮ শতকে ২৪ মণ ৩০ সের ধান ফলন পেয়েছেন বলে জানান ৷ তিনি জানান বিঘা প্রতি সাড়ে পচিশ মণ হারে ফলন পেয়েছেন ৷ বেশ আগ্রহ নিয়ে তিনি এ ধানের আবাদ করেছেন ৷ ধানের ছড়া বেরুনোর পর কোনো কীটনাশক ঔষধ ব্যবহার করা হয়নি বলে জানানো হয় ৷

আজ বৃহস্পতিবার কৃষক শফিকুল ইসলাম শফি তার আবাদের বাকী জমির ধান কাটছেন ৷ বঙ্গবন্ধু ১০০ জাতের ধান আবাদ করা অপর দু’জন কৃষক আগামী দু’তিন দিনের মধ্যে ধান কাটবেন বলে জানানো হয় ৷

উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল আলম বলেন বঙ্গবন্ধু ১০০ জাতের ধান রোগ প্রতিরোধী ৷ তার ব্লকের কৃষক শফিকুল ইসলাম শফি এ ধানের আবাদ করেছেন ৷ বীজতলা করা ও চারা লাগানোর পর থেকেই তিনি এর আবাদে খোজ খবরসহ বিভিন্ন পরামর্শ দেন ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments