শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Homeসারাবাংলাশ্রীনগরে ‘নাকফুল’কে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ১০

শ্রীনগরে ‘নাকফুল’কে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ১০

বাংলাদেশ প্রতিবেদক: শ্রীনগরে বিয়ে বাড়িতে কনের নাকফুলকে কেন্দ্র করে সংঘর্ষে বর ও বরের ভাইসহ ১০ জন আহত হয়েছেন। অপরদিকে বর পক্ষের একটি প্রাইভেটকার ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ঢালীপাড়া গ্রামের মো: লিটন শেখের মেয়ের বিয়েতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাঁসাড়ার ঢালীপাড়া গ্রামের লিটনের মেয়ে লামিয়ার সাথে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মুন্সীপাড়ার জাকির হোসেনের ছেলে মো: ওয়াহিদের বিয়ের দিন-তারিখ ঠিক হয়। এরই ধারাবাহিকতায় ওই দিন বিকেলে বর পক্ষ হাঁসাড়ায় কনের বাড়িতে আসে। খাওয়া-দাওয়া শেষে সন্ধ্যায় বিয়ে পড়ানোর পূর্বে কনের নাকফুলের তলসা ছোট হওয়ায় কনে পক্ষের লোকজন প্রশ্ন তুলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরুর এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে বর ওয়াহিদ ও তার বড় ভাই রাসেলসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

এ ব্যাপারে শ্রীনগর থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় রাতে বরের ভাই অভিযোগ দায়ের করেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments