বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় বড়হর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ'লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন

উল্লাপাড়ায় বড়হর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন

সাহারুল হক সাচ্চু: উল্লাপাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ নং বড়হর ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে আগামী ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৷ এরই মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছয় জনের নাম মিলেছে ৷

এরা হলেন – বড়হর ইউপির বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জহুরুল হাসান , বড়হর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন , সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ সরকার , ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম চৌধুরী , ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ বাদশা , শাহীন আলম ৷

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন , বড়হর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে সাতজন আবেদন করেছেন ৷ আজ শুক্রবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আবেদনগুলো পাঠানো হবে ৷ উপজেলা নির্বাচন অফিস সুত্রে , বড়হর ইউপি নির্বাচনে চেয়ারম্যান এবং সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে আগামী ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৷ আর ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৮৬১ জন ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments