রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে বজ্রপাতে কিশোরের মৃত্যু

জয়পুরহাটে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শফিকুল ইসলাম: জয়পুরহাটের কালাইয়ে বৃষ্টির সময় দাদার সঙ্গে বাড়ির পাশে বোরো ধানখেতে গিয়ে বজ্রপাতের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার শ্রীপুর গ্রামেল ফসলি মাঠে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম মঈনুদ্দীর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কিশোরের নাম হৃদয় হাসান (১৪)। সে ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। হৃদয় স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পাশেই হৃদয় হাসানদের বোরো ধানখেত। বৃষ্টির সময় বোরো খেতে হাঁস-মুরগি গিয়ে ধানখেত নষ্ট করতে পারে এমন আশঙ্কায় দাদা মনসুর আলী নাতি হৃদয় হাসানকে সঙ্গে নিয়ে বৃষ্টির মধ্য নেট দিয়ে বোরো খেত ঘেরাও করতে যায়। বোরো ধানখেতের একপাশে হৃদয় হাসান অন্য পাশে তার দাদা ঘেরাও করার কাজ করছিল। এসময় বজ্রপাতে হৃদয় হাসান গুরুত্বর আহত হয়। স্বজনেরা তাকে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরর জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা হৃদয় হাসানকে মৃত ঘোষনা করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম মঈনুদ্দীন বলেন, দাদা-নাতি বৃষ্টির সময় জমিতে কাজ করতে যায়। এসময় বজ্রপাতে হৃদয় হাসানের মৃত্যু হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments