পাভেল মিয়া: কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ৬ জুয়ারীকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার গভীর রাতে ফু্লবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, ধর্মপুর এলাকায় গভীর রাতে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় তাস খেলারত অবস্থায় ধর্মপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে আলী হোসেন জাম্বু (৪১), একই গ্রামের মৃত
আজিজার রহমানের ছেলে একরামুল হক (৩১) মৃত আফাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৫৩) মৃত আনছার আলীর ছেলে আব্দুল হক(৫৭) মৃত শহীদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও আব্বাস আলীর ছেলে আব্দুল আউয়াল (২৭) কে তাস খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ হাতেনাতে আটক করা হয়।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জুয়ারীদের শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।