বাংলাদেশ প্রতিবেদক: ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে ঢাকাগামী ছেলেকে এগিয়ে দিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রশিদা বেগম (৬০) নামে এক মা নিহত হয়েছেন।

শনিবার স্টেশনের প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

নিহত রশিদা বেগম সদর উপজেলার আকচা বকসের হাট এলাকার ইউসুব আলীর স্ত্রী।

জানা যায়, ওই বৃদ্ধার ছেলে রবিউল ইসলামকে ঢাকা যাওয়ার উদ্দেশে এগিয়ে দিতে রোড রেল স্টেশনে যান। এ সময় পঞ্চগড় এক্সপ্রেসে ছেলের সাথে তিনিও ওঠেন।

ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে দিলে বৃদ্ধা নামতে গিয়ে ট্রেনের লাইনে পড়ে কাটা পড়েন। ট্রেনটি চলে গেলে মানুষজন সেখানে ভিড় জমান।

ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অনুপ বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Previous articleপুলিশ সদস্যের বাসায় পঞ্চম স্ত্রীর দাবিতে অন্তসত্বা তরুণীর অনশন
Next articleপীরগাছায় রাষ্ট্রীয় শোক দিবসে এসিল্যান্ড অফিসে ওড়েনি জাতীয় পতাকা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।