আবুল কালাম: টাঙ্গাইলের পৌর শহরে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২,সিপিসি-৩ এর সদস্যরা। শনিবার ভোরে পৌর শহরের কান্দাপাড়া বেবী স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,পৌর শহরের পূর্ব আদালত পাড়া এলাকার হাসমত আলীর ছেলে মেহের আলী (৪৪),একই এলাকার মৃত সাকুমুদ্দিনের ছেলে জুলহাস মিয়া(৫০)। এ সময় ১৫০ লিটার দেশীয় চোলাই মদ,একটি মোবাইলসহ তাদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতরা দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

Previous articleভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ
Next articleটাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২৫
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।