শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে বঙ্গবন্ধু স্কুলের নতুন ভবনের উদ্বোধন

ঈশ্বরদীতে বঙ্গবন্ধু স্কুলের নতুন ভবনের উদ্বোধন

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন, ত্রিতল ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মে) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার টি আই রাহসিন কবীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুর রহিম মালিথার ভ্রাতা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথা, শিক্ষা অফিসার সেলিম আক্তার, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু তাহের ও আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক।

স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির। সঞ্চালনা করেন শিক্ষক মোস্তাফিজুর রহমান রবি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ মালিথা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments