বাংলাদেশ প্রতিবেদক: বরিশালের মুলাদীতে হোঁচট খেয়ে দেয়ালের সঙ্গে আঘাত পেয়ে মো. হামিম নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ডাকবাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মো. হামিম মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের নন্দীরবাজার এলাকার মো. গিয়াস উদ্দীনের ছেলে এবং মুলাদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো। হামিমের বাবা মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্যবসা করার সুবাদে সেখানে ভাড়া বাসায় থাকতো। বিদ্যালয়ে যাওয়ার পথে হোঁচট খেয়ে ডাকবাংলোর সীমানা প্রাচীরের সঙ্গে আঘাত পেয়ে সে মারাত্মক আহত হয়। পথচারীরা হামিমকে মুলাদী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অশোক সেন তাকে মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মাকসুদুর রহমান জানান, দেয়ালের সাথে আঘাত পেয়ে শিশুর মৃত্যুর বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে।