আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুরে তেল মজুদ ও তেলের দাম বেশী নেওয়ার অপরাধে বিভিন্ন দোকানীদের কাছ থেকে উনষাট হাজার টাকা জরিমানা আদায় করেছে, ভ্রাম্যমাণ আদালত।
আজ(১৭)মে মঙ্গলবার দুপুর দেড়টার সময় আক্কেলপুর কলেজ বাজার ও আক্কেলপুর পুরাতন বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালিত করেন আক্কেলপুর উপজেলা নির্বাহি অফিসার এস এম হাবিবুল হাসান। উপজেলা কমিশনার (ভূমি) মৌসুমি হক,এবং ভোক্তা অধিকারের ফজলে এলাহী এ যৌতভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় কলেজ বাজারের এনামুল স্টোরে সয়াবিন তেল মজুদ রাখার মেমো দেখাতে না পারায় দশ হাজার, মুক্তার স্টোরে চার হাজার, হেলাল স্টোরে চার হাজার এবং আক্কেলপুর পুরাতন বাজারের কিশোর বাবুর দোকানে দশ হাজার, বিসমিল্লাহির ট্রেডাসে পাচ হাজার, খোরশেদ ট্রেডাসে বিষ হাজারসহ আরো কয়েকটি দোকানীদের কাছ থেকে মোট উনষাট (৫৯) হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
আক্কেলপুর উপজেলা নির্বাহি অফিসার এস এম হাবিবুল হাসান বলেন,বাজার স্হীতিশীল রাখতে এমন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।