সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার সমলয়ে আবাদ ( চাষ ) করা জমির ধান ফসল কাটা উদ্বোধন করা হয়েছে ৷ উপজেলার পাটধারী রাণীনগর প্রায় দেড়শো বিঘা জমিতে বেশী হারে ফলনশীল উন্নত হাইব্রিড জাতের বোরো ( ইরি ) ধান আবাদ করা হয় ৷
নিজস্ব রীজতলার চারায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে জমিতে তা লাগানো হয়েছিলো ৷ আজ এ ধান কাটা উদ্বোধন করেন কৃষি বিভাগের জেলা প্রশিক্ষন অফিসার জনাব আ.জা.মু আহসান সহীদ সরকার । এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী প্রমুখ ৷ প্রতিবেদককে উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন বিঘা প্রতি এ ধানের প্রায় ২৮ মণ হারে ফলন মিলছে ৷