গিয়াস কামাল: প্রায় ১৫ মাস পর ক্ষমতা হারালেন সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান ভুইয়া। গত ১৫ মে রাতে মেয়র সাদেকুর রহমান ভূইয়াকে সরিয়ে সেখানে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীকে প্রশাসক নিয়োগ দেন স্থানীয় সরকার মন্ত্রনালয়।
প্রশাসক নিয়োগের পর ১৬ মে সোমবার বিকেলে অনুষ্ঠানিক ভাবে নতুন প্রশাসকের হাতে ক্ষমতা হস্তান্তর করেন পৌর মেয়র সাদেকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁওয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়াসহ পৌরসভার কাউন্সিলর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রকাশ থাকে যে, প্রায় ১৫ মাস পূর্বে পৌর মেয়রের মেয়াদকাল শেষ হওয়ায় পুনরায় পৌর নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমা জটিলতার কারণে সোনারগাঁও পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। সে ক্ষেত্রে পূর্বের মেয়র দায়িত্ব পালন করে আসছিলেন।