বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাগাজীপুর জেলা আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি আ ক ম মোজাম্মেল, সম্পাদক সবুজ

গাজীপুর জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি আ ক ম মোজাম্মেল, সম্পাদক সবুজ

সুমন গাজী: গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকেল সারে ৫ টায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিকালে ঘোষিত নাম অনুযায়ী আগের কমিটির দুই জনই থাকছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এবং অন্যদিকে দশ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে মুহাম্মদ ইকবাল হোসেন
সবুজ এমপি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ষড়যন্ত্র মোকাবিলা করে আ.লীগ বিজয়ের বন্দরে পৌঁছাবে: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। কমিটি ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা অওয়ামী লীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু বলেন, ১৯ বছর পর গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইতোপূর্বে ২০০৩ সালের ২৯ জুন গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। ১৩ বছর পর ২০১৬ সালের ১৩ অক্টোবর সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় আওয়ামী লীগ বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হককে পুনরায় সভাপতি এবং ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি দেয়।

পরে ২০১৭ সালের ২২ জুলাই পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন পায়।তবে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব না আসায় কিছু নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। ১৯ মে বেলা সাড়ে ১১টায় দলে প্রেসিডিয়াম সমদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ উপস্থিত নেতৃবৃন্দ জেলার রাজবাড়ী মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন। এর আগে শোক প্রস্তাবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ, শহীদ ময়েজ উদ্দিন, শহীদ আহসান উল্লাহ মাস্টার এবং অ্যাডভোকেট রহমত আলীসহ প্রয়াত সকল আওয়ামীলগ নেতা-কর্মীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

গাজীপুর জেলা আওয়ামীলীগের ত্রী বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ আওয়ামিলীগের সদস্য মো. আনোয়ার হোসেন, মো. ইকবাল হোসেন অপু এমপি, গাজীপুর -৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকি,সংরক্ষিত নারী সাংসদ শামসুন নাহার ভুঁইয়া,বাংলাদেশ আওয়ামিলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামিলীগের সদস্য শাহাবুদ্দিন ফরাজি, সদস্য সাঈদ খোকন, ডাকসুর সাবেক ভিপি ও জেলা পরিষদের প্রশাসক আখতার উজ্জামান, মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ্ খান,গাজীপুর মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, গাজীপুর জেলা অওয়ামী লীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান এ্যাড.শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বি এ,গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড রীনা পারভিন, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ,গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ বি এস সি, যুবলীগ নেতা ইউসুফ আলী শেখ,কাউসার হোসেন দিপু,গাজীপুর সদর উপজেলা যুবলীগ নেতা দেলুয়ার হোসেন, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোঃ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নাছির মোড়ল ছাত্রলীগ নেতা মাসুম মন্ডলসহ জেলা,উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের সর্বস্তরের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments