মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে ১০ মিনিটের ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত

বাউফলে ১০ মিনিটের ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত

অতুল পাল: আজ রবিবার বাউফলের কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে ১০ মিনিটের ঝড়ে একটি মাদ্রাসাসহ প্রায় অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। শত শত গাছপালা উপড়ে রাস্তায় পড়ে যোড়াযোগ বন্ধ হয়ে গেছে।

ট্রান্সমিটারসহ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ লাইন বন্ধ রয়েছে। এদিকে হঠাৎ এই ঝড়ে সাধারন মানুষের ঘরবাড়ি বিধস্ত হওয়ায় প্রায় অর্ধশত পরিবার বর্ষার মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুর দুইটার দিকে উত্তর-পশ্চিম দিক থেকে হঠাৎ একটি ঝড় উত্তর মমিনপুর গ্রামের উপর দিয়ে বয়ে যায়। ১০ মিনিটের ওই ঝড়ে মোস্তফা বিশ্বাস, খালেক বিশ্বাস, মোতালেব বিশ্বাস, লিটন বিশ্বাস, গোলাম রাব্বী, নিজাম উদ্দিন বিশ্বাস, খবির উদ্দিন বিশ্বাস, কবির বিশ্বাস, ফরিদ দফাদার, ফিরোজ সাজ্জাল, বশির সিকদার এবং শহিদুল ইসলাম সিকদারসহ অর্ধশত পরিবারের ঘর বিধস্ত হয়েছে। এরা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এছাড়া ঝড়ে মোমেলা জাহান হাফেজী মাদ্রাসার চল উড়িয়ে নিয়ে গেছে। ঝড়ে বিদ্যুতের ট্রান্সমিটারসহ ৮ খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। অসংখ্য গাছপালা পড়ে গ্রামটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামটিতে এখন কেবল আহাজারি চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের কিংবা জনপ্রতিনিধিদের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments