বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeশিক্ষারুয়েটে ১২ দফা দাবিতে কর্মকর্তাদের মানববন্ধন

রুয়েটে ১২ দফা দাবিতে কর্মকর্তাদের মানববন্ধন

মাসুদ রানা রাব্বানী: বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ, কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি।

রবিবার (১৯ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকে এই কর্মসূচি পালন করা হয়। আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দাবিগুলো হলো- কর্মকর্তাদের অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ, ৩য় গ্রেড পর্যন্ত পদোন্নয়ন সুবিধা, কর্মকর্তা হিসেবে ৪ বার পদোন্নয়ন সুবিধা প্রদান, পদ অনুসারে গ্রেড উন্নয়ন, কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত কমিটিতে কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত, সকল দপ্তরের নন-টিচিং পদে কর্মকর্তাদের নিয়োগ বাধ্যতামূলককরণ, শিক্ষাছুটির মেয়াদ এবং সক্রিয় চাকরিকাল সংক্রান্ত বিষয় নির্দেশিকায় উল্লেখকরণ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে শিথিলকরণ, পদোন্নয়নের ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে প্রচলিত নিয়ম অনুসরণ করার সুযোগ, দ্বিতীয় গ্রেডধারী কর্মকর্তাদের মোট চাকুরিকাল নূন্যতম ২২ বছর এবং যোগ্যতার ভিত্তিতে মোট দ্বিতীয় গ্রেডধারী কর্মকর্তার ২৫ শতাংশ কর্মকর্তার ১ম গ্রেড প্রদান, পদ অনুযায়ী সকল সুবিধা নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে উদ্বুদ্ধ জটিলতা এড়ানোর স্বার্থে ফেডারেশন নেতৃবৃন্দের পুনরায় আলোচনা এবং খসড়া প্রদান করার ব্যবস্থা গ্রহণ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কর্মকর্তা সমিতির সহ-সভাপতি মো. রোকনুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কর্মকর্তা সমিতির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নাসির উদ্দীন শাহ্ধসঢ়; , দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. রাইসুল ইসলাম রোজ, প্রচার সম্পাদক আ.ফ.ম. মাহমুদুর রহমান দীপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মো. মামুনুর রশীদ, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. রাজেফা খাতুন, সদস্য- আরিফ আহম্মদ চৌধুরী , মোহা. মাহবুবুল আলম, প্রকৌশলী আসিফ আল আমিন সাফি, প্রকৌশলী নাঈম রহমান নিবিড় প্রমুখ। মানববন্ধনে বক্তারা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত ১২ দফা দাবির প্রতি সহমত পোষণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments