ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্র কুমিল্লা ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় চাষী পযার্য়ে উচ্চ ফলনশীল পাট ও কেনাফ এর আঁশ উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ ও সম্প্রসারণের আওতায় ১ দিন ব্যাপী মাঠ দিবস -২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০ টায় চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কেন্দ্র, চান্দিনা কুমিল্লা বাস্তবায়নে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র চান্দিনা কুমিল্লা ড. মো. জাকির হোসেন এর সভাপতিত্বে উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (গবেষণা), কৃষি মন্ত্রনালয় কমলারঞ্জন দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (প্রশাসন) বিজে,আর,আই মো. জাহাঙ্গীর আলম, উর্ধধতন বৈজ্ঞানিক কর্মকর্তা চান্দিনা কুমিল্লা ড. মো. মমতাজ আলী।
বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও) মো.সোহেল রানা সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার কাজী সফিকুল ইসলাম, জে,এফ,এ মো. ইলিয়াস, ফিল্ড অফিসার মো.বায়েজিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.জানে আলম।
মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক আল আমিন, কৃষক মো.নুরুল ইসলাম, কৃষক রফিকুল ইসলাম, কৃষাণী ফাহিমা আক্তার প্রমুখ। চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৭০ জন কৃষক- কৃষাণী এই মাঠ দিবসে অংশ নেন।