শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলামানিকগঞ্জে 'বিনা বৃষ্টিতে হঠাৎ বজ্রপাত' আহত ১৯

মানিকগঞ্জে ‘বিনা বৃষ্টিতে হঠাৎ বজ্রপাত’ আহত ১৯

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জে বিনাবৃষ্টিতে হঠাৎ বজ্রপাত। আহত হয়েছে ১৯ জন। আহতদের মধ্যে ১৮ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় গত শুক্রবার বিকালে পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- আবদুল লতিফ (৬০), ইসমাইল হোসেন (১৫), আলমগীর হোসেন (৫০), আরিফ হোসেন (২৯), ওয়াসিম হোসেন (২০), আজিজুল হাকিম (৩৫), মোখলেছ মিয়া (৬২), আবদুর রাজ্জাক (৫০), শামীম হোসেন (৩৫), ফাহিম হোসেন (১৭), জাহিদুল ইসলাম (৪০), সজীব মিয়া (২০), রাজিব হোসেন (২০), ফারুক হোসেন (৩০), শিবু মিয়া (২০), বিপ্লব মিয়া (২০), লুৎফর রহমান (৩৫) এবং রইজ উদ্দিন (১৮)। তাদের বাড়ি জেলা সদর, সাটুরিয়া ও সিঙ্গাইর উপজেলার বিভিন্ন গ্রামে। আহত অবস্থায় তাদের জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাদশা মিয়া (৪৫) নামে একজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত ব্যক্তিরা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে শুক্রবার বিকালে ইউসুফ আলী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হবে। আয়োজক হলেন স্থানীয় জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনের প্রয়াত পিতা মো.ইউসুফ আলীর নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওইদিন বিকালে খেলা দেখতে আশপাশের এলাকার লোকজন মাঠে খেলা দেখতে যাচ্ছিল। এদিকে বিকাল সোয়া ৪টার দিকে মাঠের অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে জাগীর পুলিশ ক্যাম্পের কাছে হঠাৎ বজ্রপাত হয়। এতে খেলা দেখতে যাওয়ার সময় ওই ১৯ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে তিনজনের শরীরে সামান্য ঝলসে যায়। এছাড়া বাকি ১৭ জন বজ্রপাতে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে বিকাল ৫টার দিকে মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন হাসপাতালে আহতদের দেখতে যান।

ইউপি জাকির হোসেন সাংবাদিকদের জানান, বজ্রপাতের সময় কোনো বৃষ্টিপাত হচ্ছিল না। আকস্মিকভাবে বজ্রপাতের ঘটনা ঘটে। আর এ ঘটনায় আহত পরিবারের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে। এদিকে বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ওষুধ দেওয়া হয়েছে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দা শামীমা আক্তার বলেন, বজ্রপাতে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের শরীরের সামান্য অংশ ঝলসে গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments