শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় গ্রামীণ পথে অচল মোবাইল ফোনের ফেরিওয়ালা

উল্লাপাড়ায় গ্রামীণ পথে অচল মোবাইল ফোনের ফেরিওয়ালা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামীণ পথ থেকে পথে ঘুরে ফেরি করে অচল মোবাইল ফোন কিনে থাকেন আঃ ছাত্তার ৷ প্রতিদিন সকালে বাড়ী থেকে বিভিন্ন গ্রামের পথে ভরদিন ঘুরে অচল অব্যবহৃত মোবাইল ফোন কেনেন ৷ কোনোদিন এক টাকাও আয় হয়না ৷

উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ী গ্রামের প্রায় পঞ্চান্ন বছর বয়সী আঃ ছাত্তার এক সময় গরু কেনা বেচা পেশায় ছিলেন ৷ তিনি ব্যবসায় লোকসানের পর বেশ কয়েক মাস বেকার ছিলেন বলে জানান ৷ প্রায় আট মাস হলো গ্রামে গ্রামে ঘুরে অচল , ভাঙ্গাচোরা , অব্যবহৃত মোবাইল ফোন কেনার পেশায় জড়িত বলে জানান ৷

আজ শনিবার বেলা এগারোটায় নাগরৌহা গ্রামের পথে প্রতিবেদকের সাথে তার কথা হয় ৷ তিনি আরো বলেন ষ্টীলের তৈরি বাসন সামগ্রীর বিনিময়ে বেশী সংখ্যক মোবাইল ফোন কেনেন ৷ আবার নগদ টাকায় কেনেন ৷ দিনশেষে গ্রামের পথে পথে ঘুরে ফেরি করে কেনা অচল মোবাইল ফোন বালসাবাড়ী , উল্লাপাড়া শহরের মোবাইল ফোন মেরামতকারী বিভিন্নজনের কাছে বিক্রি করেন ৷ এতে তার চার থেকে পাচশো টাকা আয় হয় বলে জানান ৷ আবার কোনো কোনো দিন একটিও কিনতে না পারায় এক টাকাও আয় হয়না ৷ এসব মোবাইল ফোনের বিভিন্ন পাটর্স বড় মোকাম বাজারে বিক্রি করা হয় বলে জানানো হয় ৷

উল্লাপাড়া পৌর শহরের মোবাইল ফোন মেরামতকারী দোকানের মালিক মিঠু মিয়া জানান তারা গ্রাম ঘুরে কেনা হকারদের কাছ থেকে এসব মোবাইল কিনে এর ভেতরের পাটর্স সামগ্রী পাইকারী বিক্রি করেন ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments