শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপুলিশের গুলিতে আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতির মৃত্যু, হরতালের ডাক বিএনপির

পুলিশের গুলিতে আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতির মৃত্যু, হরতালের ডাক বিএনপির

বাংলাদেশ প্রতিবেদক: পুলিশের সাথে সংঘর্ষে গুরুতর আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার ভোলা জেলায় হরতাল ডেকেছে বিএনপি।

বুধবার বিকেলে জেলা ছাত্রদল সভাপতির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ শেষে ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর হরতালের ঘোষণা দেন।

তিনি বলেন, পুলিশের গুলিতে নুরে আলম গুরুতর আহত হন। চার দিন পর আজ মারা যান তিনি। এছাড়াও তিনি বলেন, ভোলা থেকে শুরু হবে এই সরকার পতনের আন্দোলন।

উল্লেখ্য, গত রোববার ভোলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম। এছাড়াও আহত হয় ১০ পুলিশসহ অর্ধশতাধিক নেতা-কর্মী।

পুলিশের শর্টগানের গুলিতে গুরুতর আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে-আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চার দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments