শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে অনুমোদনহীন আয়ুবের্দীয় ঔষধ কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

রংপুরে অনুমোদনহীন আয়ুবের্দীয় ঔষধ কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

জয়নাল আবেদীন: রংপুরে অনুমোদনহীন আয়ুবের্দীয় ঔষধ কারখানা এসআর ল্যাবরেটরীজে অভিযান পরিচালনা করেছে রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।বুধবার দুপুরে নগরীর রবার্টসনগঞ্জ মন্ডলপাড়াস্থ ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এ সময় প্রতিষ্ঠানে উৎপাদিত প্রাপ্ত বয়স্ক ও শিশুদের বাসক, তুলশি, দিনার, বেবিপেপ, জাইম, বিকোরেক্স, এনাফেরন নামের ঔষধ জব্দসহ ধ্বংস করা হয়।সেই সাথে কারখানা পরিচালনার অনুমোদন, কেমিস্টসহ প্রয়োজনীয় জনবল না থাকার অপরাধে কোম্পানীর মালিক রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

অভিযানে কারখানা পরিচালনায় সকল দপ্তরের অনুমতি না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এ সময় ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments