সোহেল রানা: দাউদকান্দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল (৫ আগষ্ঠ) শুক্রবার সকালে উপজেলা চত্বর প্রাঙ্গণে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পরে মিলাদ ও দোয়ার আয়োজন কর হয়৷ এতে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান৷

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব মডেল থানার ওসি (তদন্ত) মাকসুদুর রহমান ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম প্রমূখ৷

আরও পড়ুন  সোনারগাঁওয়ে রড প্রস্তুতকারী প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাদাবী, গ্রেফতার ৪
Previous articleআগস্ট মাস এলেই বিএনপি’র ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে উঠে: ওবায়দুল কাদের
Next articleচাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের পদ্মা নদীতে ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওব্যাগ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।