ফেরদৌস সিহানুক শান্ত: একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শোক র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পৌর আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ রোকনউজ্জামানের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মু. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানি, যুগ্ম সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, জেলা আ.লীগের সদস্য ফেরদৌসি ইসলাম এমপি, সদর উপজেলা আ.লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, জেলা মহিলা আ.লীগের সভাপতি শাকিনা খাতুন পারুল, যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামাণিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাঃ আব্দুল আওয়াল গণি জোহা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।
বক্তারা বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য এবং বঙ্গবন্ধু কন্যা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যই ছিল তাদের মূল লক্ষ্য।
ভয়াল ওইদিনের কথা তুলে ধরে বক্তারা আরো বলেন, গ্রেনেড হামলার ঘটনার সাথে জড়িত ও সহায়তাসহ বিভিন্ন অভিযোগে আনা মামলায় দ্রুত বিচার ট্রাইবুন্যালে গ্রেনেড হামলার সাথে জড়িত ব্যক্তিদের সাজার আদেশ দেয় আদালত। ইতিহাসের নৃশংসতম এ ঘটনাটি বিএনপি-জামায়াত জোট ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালায়। ইতিহাসে বর্বরোচিত হামলার এ ঘৃণ্য ষড়যন্ত্র প্রকাশ হয়ে পড়ে।
এ হামলার হুকুমদাতা ও পরিকল্পনাকারী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবী জানান বক্তারা। এর আগে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক র্যালি বের হয়ে জেলা শহরের বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।