লিটন মাহমুদ: শ্রীনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশে অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ।
এ সময় কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া, পাল্টা ধাওয়া সহ পুলিশের লাঠিচার্জে বিএনপির অন্তত ৪০ নেতাকর্মী আহত হয়েছে আর এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর দাবি বিএনপি নেতাকর্মীদের।
তবে ছাত্রলীগ নেতাকর্মীদের দাবী, বিএনপির লোকজন তাদের মিছিলের দিকে এগিয়ে এসে প্রথমে হট্টোগোল সৃষ্টি করে ফলে এর প্রতিবাদ জানায় তারা।
উল্লেখ: আজ (২৬ আগস্ট) শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।