মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কলাপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স কে রঞ্জন: জামাত বি.এন.পি’র রৈনারেজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রলীগ। শনিবার (২৭ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগ’র সাধারন সম্পাদক মো. হাসানুজ্জামান (অমি গাজী)’র নেতৃত্বে এ বিশাল বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে মিলিত হয়।

মিছিলে ছাত্রলীগের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জামাত-বি.এন.পি রাজাকার হুশিয়ার সাবধান, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই এ ধরনের বিভিন্ন স্লোগানের মাধ্যমে জামাত- বি.এন.পি’র দোষরদের হুশিয়ারী সংকেত দেয়া হয়।

ছাত্রলীগ নেতা অমি গাজী তার বক্তব্যে বলেন, শান্তিপূর্ন এদেশে জামাত-বি.এন.পি’র দোষররা আবার মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা দৃঢ় প্রত্যয়ে বলতে চাই, এদেশে আর কোন অপশক্তিতে মাথা তুলে দাড়াঁতে দিবো না। বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ রয়েছে।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments