আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে স্বামী কর্তৃক বিশাখা রানী দাশ (৪০) নামে স্ত্রীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ রয়েছে।
জানা যায়, শনিবার বিকেলে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠান। বিশাখা রানী দাশ ঐ গ্রামের সুবাস চন্দ্র দাশের স্ত্রী। এরআগে তাদের স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হলে সুবাস তার স্ত্রীকে বেধরক নির্যাতনের পর ঘটনা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালায়। ঘটনার পরে সুবাস চন্দ্র আত্মগোপন করে। এ ঘটনায় বিশাখা রানীর ছোট ভাই রতন চন্দ্র দাশ থানায় হত্যা মামলা করেছেন।
থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী গ্রেপ্তারে অভিযান চলছে।