মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

তাহিরপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুরে খাদিজা আক্তার (২৪), নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(২৮আগস্ট) বিকেলে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামে নিজ বসতঘর হতে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। খাদিজা আক্তার উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামের শামীম আহমেদ এর স্ত্রী।

জানাযায় সকাল ১০টা থেকে ১১টার মধ্যে বসতঘরের শয়নকক্ষের আড়ার(ধরনা)মধ্যে ওড়না পেছানো অবস্থায় পরিবারের লোকজন দেখতে পেয়ে,পুলিশ কে খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।জানাযায় নিহত খাদিজা আক্তার ৯মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় শামিম আহমেদের সঙ্গে মনোমালিন্যের জের ধরে পরিবারের সবার অজান্তে খাদিজা আক্তার নিজ বসতঘরের শয়ন কক্ষের আড়া(ধরনার)মধ্যে ওড়না পিছিয়ে আত্মহত্যা করে।এক পর্যায়ে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে,সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে।আড়াই বছর আগে নিহত খাদিজা আক্তার শামিম আহমেদ এর সঙ্গে বিয়ে হয়।

তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ ওসি সৈয়দ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্তার(২৪)নামের এক অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments