প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবিতে ওয়ার্ড বিএনপির নেতা সহ ৩ মাদক কারবারীকে ভারতীয় ফেন্সিডিলসহ আটক করেছে থানা পুলিশ। রবিবার বিকালে পৃর্ব-উচনা(ঘোনাপাড়া) সীমান্তে মাদক বিরোধী অভিযান চালানোর সময় ১১৪ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত হলেন, আনেচ আলীর ছেলে মোমিনুল ইসলাম মোমিন (২৭) ও আব্দুস সামাদ আলীর ছেলে সাবু মিয়া (২৯) ও ধরঞ্জী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও পূর্ব উচনা গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে নুর আলম (৩০)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ভারত আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ আনিছুর রহমান-২ সঙ্গীয় ফোর্সসহ নুর আলমের বাড়ীতে তল্ল্যাশী করলে রান্না ঘর থেকে উদ্ধার হয়। পরে আটককৃতদের মাদক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।