মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।এ সময় গুলিবিদ্ধ হয়ে আত্নগোপনে আছে আরও ২ জন। স্থানীয়দের অভিযোগ নিহত ব্যক্তি অবৈধভাবে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছেন।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া (মুন্সিপাড়া) গ্রামের তাজ উদ্দিনের ছেলে মোঃ শরিফুল ইসলাম ভোদু (৪০)।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি বলেন, বিএসফের গুলিতে ভদুর মৃত্যু হয়েছে। আর এ সময় দুইজন গুলিবিদ্ধ হয়ে গ্রেফতার এড়াতে পালিয়ে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি তাদের।

স্থানীয়রা জানায়,শিবগঞ্জের শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি গরু চোরাচালানের দল ভারতে গরু আনতে অবৈধভাবে প্রবেশ করার পর গরু নিয়ে মঙ্গলবার(৩০ আগস্ট) দিবাগত রাতে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ৭২ নম্বর সীমান্ত পিলারের কাছে ভদু নিহত হয় এবং আরও দুই জন আহত হয় তাহদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে মনাকষা ইউনিয়নের ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে ২ জন গুলিবিদ্ধ এবং এক জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।তবে লাশের এখনও সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।খোঁজ নিয়ে নিশ্চিত হলে জানানো হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments