বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১২০০ লিটার ডিজেল ও পামওয়েল তেল উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (৪ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শফিউল কিঞ্জলকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার ভোর ৬টার দিকে চোরাই ডিজেল ও পামওয়েল পাচারের গোপন সংবাদে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল অভিযান চালায়। অভিযানের বিষয়টি আচ করতে পেরে চোরাই ৮০০ লিটার ডিজেল ও ৪০০ লিটার পামওয়েল রেখে পালিয়ে যায় তেল চোরাই চক্রটি।জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ক্রেতাদের নজর কাড়ছে মৌসুমি ফল
Previous articleআক্কেলপুরে ব্রীজ উদ্বোধন ও গাছের চারা বিতরণ
Next articleরাজনীতিতে যোগ দেয়ার সিদ্ধান্ত জয়’র এবং দেশের জনগণের ওপর নির্ভর করছে: প্রধানমন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।