শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় সওজ এর জায়গায় পূর্বদেলুয়া হাট

উল্লাপাড়ায় সওজ এর জায়গায় পূর্বদেলুয়া হাট

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বদেলুয়া হাট তার নিজস্ব জায়গায় বসে না । সরকারী ইজারা ডাকের হাটটি নাম ঠিকানা ঠিক রেখে এখন সড়ক ও জনপথ ( সওজ) বিভাগের জায়গায় বসছে ৷ প্রায় ৫৫ শতক হাটের নিজস্ব জায়গা অন্যের দখলে রয়েছে ৷

উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামে নদী পাড়ে প্রায় দেড়শো বছর আগে পূর্বদেলুয়া হাট গড়ে উঠে বলে জানা গেছে ৷ উপজেলার পুরানো হাটগুলোর মধ্যে এটি একটি ৷ সব ধরণের পণ্যের জমজমাট কেনাবেচা ছিলো৷ প্রায় এক যুগ আগে হাটটি নিজস্ব জায়গা ছেড়ে অন্য জায়গায় বসানো হচ্ছে৷

জানা গেছে পূর্বদেলুয়া হাটের নিজস্ব জায়গার পরিমাণ ৫৫ শতক৷ উপজেলা প্রশাসন থেকে সরকারীভাবে হাটটির বাৎসরিক ইজারা দেওয়া হয়৷ চলমান বাংলা ১৪২৯ সালে এ হাটের ইজারা ডাক এক লাখ একুশ হাজার পাচশো পচাত্তর ( ১লাখ ২১হাজার ৫৭৫) টাকা এবং আবু সাঈদ ইজারা নিয়েছেন ৷ প্রায় ২ বছর ধরে পূর্বদেলুয়া হাটটি নিজস্ব জায়গা ছেড়ে পূর্বদেলুয়ায় সড়ক ও জনপথ ( সওজ) বিভাগের নিজস্ব জায়গায় সপ্তাহের দ্#ু৩৯;দিন মঙ্গলবার ও শনিবার নিয়মিত বসছে৷ মধ্য দুপুর থেকে সন্ধ্যা অবধি হাট চলে ৷ সরেজমিনে গিয়ে দেখা গেছে নগরবাড়ী – বগুড়া মহাসড়কের পূর্বদেলুয়ায় নদীর ওপর পুরানো ব্রীজের কাছাকাছি নতুন একটি ব্রীজ ও ২ পাশে নতুন সড়ক নির্মাণ করা হয়েছে ৷ এখন নতুন ব্রীজটি হয়ে সব ধরণের বাহন চলাচল করে থাকে ৷ পুরানো ব্রীজটি হয়ে আর কোনো বাহন চলাচল করে না৷ এ সুযোগে সওজ এর নিজস্ব জায়গা ব্রীজের এক পাশে পাকা সড়কের উপর হাটটি বসানো হয় ৷ এ হাটে বিভিন্ন পণ্যের বহু দোকানি বসেন৷ পূর্বদেলুয়া হাটের এবারের ইজারা নেওয়া আবু সাঈদ বলেন তিনি নিজেও জানেন এ হাটের নিজস্ব জায়গা রয়েছে৷ হাটের নিজস্ব জায়গায় হাট লাগানোর ব্যবস্থা নেওয়া হলে তিনি সহযোগিতা করবেন বলে জানান ৷ তবে তিনি চাইলেও নিজস্ব জায়গায় হাটটি তার একার পক্ষে লাগানো সম্ভব নয়৷ বিভিন্ন নির্ভরযোগ্য সুত্রে প্রায় এক যুগ আগে থেকে নিজস্ব জায়গায় হাটটি বসানো হচ্ছে না ৷

এলাকার কয়েক ব্যক্তির উৎসাহ ও উদ্যোগে নিজস্ব জায়গা ছেড়ে পূর্বদেলুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘেষে হাটটি বসানো হতো ৷ আর এখন বসানো হচ্ছে সওজ এর জায়গায়৷ পূর্বদেলুয়া নদী পাড়ে হাটটির নিজস্ব জায়গায় আসা যাওয়ায় নগরবাড়ী মহাসড়ক থেকে দ্#ু৩৯;টি সরকারী সড়ক পথ আছে৷ হাটটির নিজস্ব জায়গা দখলে রাখা মোঃ বক্কার মিয়া বলেন এখান থেকে হাটটি সরিয়ে নেওয়ার পর অনেকদিন এমনিতেই খালি বলতে অব্যবহৃত ছিলো৷ এখানে হাটটি নিজস্ব জায়গায় আবারো লাগানো হলে তিনি দখল ছেড়ে দেবেন৷ তিনি হাট বসানোয় সহযোগিতা করবেন বলে জানান ৷ এলাকার নানা পেশার জনগণের কথায় হাটটি নিজস্ব জায়গায় বসানো হলে সপ্তাহের একদিন হাটবারে পশু হাট বসানো হলে জমে উঠবে ৷ এলাকার উন্নয়ন হবে৷ সমাজ সেবক মজনু মিয়া আগের দিনের নামকরা হাটটি নিজস্ব জায়গায় বসানোয় তার পুরোপুরি মত রয়েছে বলে জানান ৷

উল্লাপাড়া সড়ক ও জনপথ (সওজ) এর উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম বলেন পূর্বদেলুয়ায় পুরানো ব্রীজটি হয়ে মহাসড়কের অংশটুকু হয়ে যানবাহন চলাচল করে না৷ তবে সড়ক বিভাগের নিজস্ব জায়গায় হাট বসানো অবৈধ বলা চলে৷ তার বিভাগের একজন এসওকে সেখানে সরেজমিনে দেখতে পাঠাবেন৷ সহকারী কমিশনার ( ভুমি) ইশরাত জাহান বলেন বিষয়টি সরেজমিনে তদন্ত করে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments