সুজন মহিনুল: নীলফামারীর ডিমলায় ঝরে পড়া মেয়ে শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা বিষয়ে উপজেলা পর্যায়ে শিক্ষক প্রতিনিধি,শিক্ষা কর্মকর্তা,স্থানীয় সরকার ও সরকারি কর্মকর্তাদের সাথে অবহিতকরণ এবং সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৫ সেপ্টেম্বর)দুপুরে পল্লীশ্রীর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে এই অবহিতকরণ ও সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)বেলায়েত হোসেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(দায়িত্ব প্রাপ্ত)আমির বোরহানের সভাপতিত্বে ও পল্লীশ্রীর ঝড়ে পড়া মেয়ে শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা কর্মসূচির ফিল্ড ফ্যাসিলিটেটর মাসুদা আক্তার পারভিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সভাপতি অমিয় কুমার ব্যানার্জী,খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,উপজেলা সহকারি প্রোগ্রামার ব্যানবেইস রেদওয়ানুর রহমান,সুন্দরখাতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান,সভাপতি ইব্রাহিম হোসেন,ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান,ম্যানেজিং কমিটির সদস্য শ্যামল চন্দ্র রায়,দোহলপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু,সভাপতি মকবুল হোসেন,সোনাখুলি হাজী জহরতুল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুয়ীদ,ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক আয়শা সিদ্দিকা,পল্লীশ্রী’র ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ,দি-হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী অজিবর রহমান লেবু,গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার সন্তোষ কুমার স্বপন প্রমুখ।

আরও পড়ুন  নোয়াখালীতে বিস্ফোরক মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক গ্রেফতার
Previous articleব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস
Next articleসুন্দরগঞ্জে অসহায় পরিবারের ওপর হামলা,গাছপালা কর্তন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।