বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলামাছ ধরার আধুনিক নৌকা পেলো জেলেরা, এবার উন্মুক্ত জলাশয়ের দাবি

মাছ ধরার আধুনিক নৌকা পেলো জেলেরা, এবার উন্মুক্ত জলাশয়ের দাবি

বাংলাদেশ প্রতিবেদক: কিশোরগঞ্জের হাওরে জেলেদের মাছ ধরার উন্মুক্ত জলাশয় নেই। হাওরের নদ-নদীগুলো ইজারাদারদের দখলে থাকায় তারা নিজেদের মতো মাছ ধরতে পারে না। ইজারাদারদের শ্রমিক হিসেবে কিংবা টাকার বিনিময়ে জাল নিয়ে পানিতে নামতে হয়। ফলে দিনরাত খেটেও তাদের জীবন-জীবিকার উন্নতি হয় না। জেলেদের জীবনমান উন্নয়নের জন্য জলমহালগুলো উন্মুক্ত করতে হবে।

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে বৃহস্পতিবার দুপুরে জেলেদের মাঝে উন্নতমানের ফাইবার গ্লাস বোট বিতরণ অনুষ্ঠানে জেলেদের তরফে এসব দাবি করা হয়। এ সময় তারা হাওরের চলমান নদ-নদীগুলো ইজারা না দিয়ে সেখানে মাছ ধরার সুযোগের দাবিও জানায় তারা।

নিকলীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ জেলে সমাবেশে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভিন। অনুষ্ঠানে ৬০ জন দরিদ্র জেলেকে ফাইবার গ্লাসে নির্মিত ২০টি আধুনিক ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা উপহার দেয়া হয়। স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) নৌকাগুলো উপহার হিসেবে জেলেদের মাঝে বিতরণ করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেলেরা বলেন, মাছ ধরার ক্ষেত্র না থাকলে, আধুনিক মাছ ধরার নৌকা দিয়ে তাদের জীবনে পরিবর্তন আসবে না। সবার আগে সরকারের উচিত জলমহালগুলো উন্মুক্ত করে দেয়া। নদ-নদীগুলো উন্মুক্ত হলে এসব নৌকা তাদের পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সিজেডএমের তরফে বলা হয়, তারা নিকলীতে প্রথম দফায় ২০টি আধুনিক মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা বিনামূল্যে জেলেদের উপহার দিয়েছে। পর্যায়ক্রমে হাওরাঞ্চলে আরো ৪৫০টি জেলে পরিবারের মাঝে ১৫০টি এ ধরনের নৌকা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন, সিজেডএমের চেয়ারম্যান নিয়াজ রহিম, সাবেক সচিব প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য এ এম এম নাসিরউদ্দিন, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মো. আব্দুল মজিদ, সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ আবদুর রশিদ, সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, নিকলী উপজেলা চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি।

বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, মানব উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণসহ যেকোনো প্রয়োজনে সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করছে সিজেডএম।

পরে বিকেলে নিকলী বেড়িবাঁধ এলাকায় আনুষ্ঠানিকভাবে মাছ ধরার নৌ-যানগুলো জেলেদের মাঝে হস্তান্তর করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments