শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাশ্রীবরদীতে প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তি ও নবনির্মিত ভবন

শ্রীবরদীতে প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তি ও নবনির্মিত ভবন

ফেরদৌস আলী: শেরপুরের শ্রীবরদীতে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও জনস্বাস্থ্য প্রকৌশলীর নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্ব) দুপুরে সংসদ সদস্য একেএম ফজলুল হক চান আনুষ্ঠানিকভাবে এ ভবন উদ্বোধন ও সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল,জনস্বাস্থ্য অধিদ্ধসঢ়;প্তরের জেলা নির্বাহী প্রকৌশলী মো, ছামিউল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, জেলা কৃষক লীগের সহ- সভাপতি ছালাহ উদ্দিন ছালেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেত্রীবৃন্দ।

জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো, ছামিউল হক জানান, জনস্বাস্থ্য অধিদপ্তরের ভবনটি নির্মাণে বরাদ্দ ছিল ৩৭ লাখ টাকা। এটি ৪ তলা ফাউন্ডেশন করে ৪ কক্ষ বিশিষ্ট একতলা নির্মাণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments