শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে ছুরিকাঘাতে গৃহবধূ খুন, স্বামী পলাতক

ঈশ্বরদীতে ছুরিকাঘাতে গৃহবধূ খুন, স্বামী পলাতক

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে নতুন বাসা ভাড়া নেওয়ার রাতেই এক গৃহবধূ খুন হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কোন এক সময় ঈশ্বরদী শহরের পশ্চিমটেংরী এলাকার বাবুপাড়ায় এ খুনের ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সোনিয়া খাতুন (২২)। তিনি ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার শ্রমিক ছিলেন। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী রুবেল হোসেন পলাতক রয়েছেন। তাদের তিন বছরের ছেলেকে পাওয়া যাচ্ছে না। রুবেল প্রবাসী ছিলেন। গত বুধবার ঈশ্বরদী শহরের একরাম আলীর বুদুর বাসায় ভাড়া নেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পৌর এলাকার পশ্চিমটেংরী বাবুপাড়ার ভাড়া বাড়ি থেকে গৃহবধূ সোনিয়া খাতুনের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোনিয়া ঝিনাইদহ জেলার মহেশপুরের হামিদপুর গ্রামের ইউনুস আলীর মেয়ে। ঈশ্বরদী ইপিজেডের একটি পোষাক তৈরি কারখানায় চাকুরি করতেন। প্রাথমিকভাবে অভিযুক্ত রুবেল হোসেন ঝিনাইদহ মহেশপুরের হামিদপুরের হঠাৎপাড়া এলাকার বাসিন্দা। তাদের হামিম নামে তিন বছরের একটি ছেলে রয়েছে।

বাড়ির মালিক একরাম আলী বুদু জানান, বুধবার দুপুরে স্বামী-স্ত্রীসহ তাঁর আত্মীয়স্বজনরা এসে দ্বিতীয়তলার একটি ফাট ভাড়া নেয়। রাতে রান্না করে খাওয়া-দাওয়া করেছে। সকাল ৮দিকে বাসার দরজা খোলা দেখে ভেতরে ঢুকে সোনিয়ার মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেখতে পাই। এসময় তাঁর পরনে বোরকা ছিল। গলা ও পেটে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে।

সোনিয়ার খালাতো বোন নারগিস খাতুন জানান, সোনিয়া বুধবার তাঁকে মুঠোফোনে জানিয়েছে তাঁর স্বামী রুবেল সৌদি আরব থেকে এসেছে। রুবেল আসার পর বুধবার দুপুরে তারা বাবুপাড়ায় বাসা ভাড়া নেয়। বৃহস্পতিবার সকাল ৯টায় একজন মুঠোফোনে সোনিয়ার মৃত্যুর খবর তাকে জানিয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । ঘটনার পর থেকে সোনিয়ার স্বামী রুবেল পলাতক রয়েছে।

পাবনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার জানান, সোনিয়া খাতুনের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। ঘটনাটি সিআইডি ও পিআইবি পুলিশের সদস্যরা আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments