শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: রংপুর জেলা প্রশাসন ও রংপুর জেলা ভোক্তা আধিকার সংরক্ষন অধিদপ্তরের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ে আলোচনা সভায় বক্তারা বলেছেন এই আইনটি ব্যবসাবান্ধব আইন হলেও ব্যবসায়ির আজও ভোক্তার অধিকার সংরক্ষণ না করে নিজেদের অধিকার সংরক্ষণ করছেন । ফলে মামলাও হচ্ছে । তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে ব্যবসায়িদের আরো সচেতন করে তোলার জন্য নিয়মিত সভা সমাবেশ সেমিনার করতে হবে ।

দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আসিব আহসান । সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার প্রকৌশলী ফেরদৌস আলী চৌধুরী , ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন ভোক্তা অধিদপ্তরের ডিজি অতিরিক্ত সচিব এএইচ এম শফিকুজ্জামান ।

ভোক্তা অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ পরিচালক জাহাঙ্গীল আলম সুচনা বক্তব্য প্রদান করেন। এরপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সংস্থার সহকারী পরিচালক আফসানা পারভীন । মুক্ত আলোচনায় অংশ নেন বীজ বিভাগের কর্মকর্তা খোরশেদ আলম, রংপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আহসানুল হক তুহিন, রংপর মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আলী আহমেদ চাঁন্দ , রংপুর চেম্বারের পরিচালক আকবর আলী, বিআরটিএ সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক আলম,যমুনা গ্যাসের রংপুর ডিলার মোতাব্বের হোসেন, স্যানেটরী ইন্সপেক্টর মাহবুব হোসেন ।

উল্লেখ্য জেলা ভোক্তা আধিকার সংরক্ষন অধিদপ্তরের আয়োজনে বেলা আড়াইটা পর্যন্ত অনুষ্ঠান হলেও শুধুমাত্র বরাদ্দ না থাকায় দুপুরে আপ্যায়নের ব্যবস্থা করতে পারেন নি । ফলে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা দীর্ঘ সাড়ে ৪ ঘন্টার অনুষ্ঠান শেষে অভুক্ত প্রায় ৭০ জন অতিথি খালি পেটে বিদায় নেন । এ ধরনের আয়োজনে এদের ভেতর কেউ কেউ ক্ষুব্ধতাও প্রকাশ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments